Main Menu

হবিগঞ্জে আলোচিত ৩ খুনের মামলায় একজনের মৃত্যুদন্ড

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহ পাড়া গ্রামে সংঘটিত বহুল আলোচিত তিন খুনের মামলার একমাত্র আসামি শাহ আলম ওরফে তাহের উদ্দিনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়।

মঙ্গলবার (২০ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক সৈয়দ মোহাম্মদ কায়ছার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৬ সালের ২৩ আগস্ট সন্ধ্যায় টাকা লেনদেন নিয়ে পারিবারিক বিরোধের জেরে শাহ আলম ওরফে তাহের উদ্দিন তার বড় ভাই বীরসিংহ পাড়া গ্রামের গিয়াস উদ্দিনের বসতবাড়িতে ঢুকে ভাবি জাহানারা খাতুনকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করেন। জাহানারার চিৎকারে তার মেয়ে শারমিন আক্তার ও ছেলে সুজাত মিয়া এবং শিমুল মিয়া প্রতিবেশী এগিয়ে আসলে তাদেরও ছুরিকাঘাত করা হয়। পরে শারমিন আক্তার ও শিমুল মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত সুজাত মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পরদিন ভিকটিমের বোনজামাই মোহন মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। এ ছাড়া একমাত্র আসামি শাহ আলম ওরফে তাহের উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আফজাল হোসেন।

তিনি বলেন, এ মামলায় একমাত্র আসামির সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। আমরা চাই এ রায় দ্রুত কার্যকর হবে।

Share





Related News

Comments are Closed