Main Menu

সিলেট থেকে ফ্লাইট চালু করতে আগ্রহী এয়ার এরাবিয়া

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জনপ্রিয় বিমান সংস্থা এয়ার এরাবিয়া। একইসঙ্গে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হলে সেখান থেকেও ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

মঙ্গলবার (২০মে) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এয়ার এরাবিয়ার রিজিওনাল হেড রাজেশ নারুলা এসব আগ্রহের কথা জানান।

বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে উভয়পক্ষ এভিয়েশন খাতে বিদ্যমান সহযোগিতা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বৈঠকে বেবিচক চেয়ারম্যান স্বল্প সময়ের মধ্যে সিলেট থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইট পরিচালনার অনুরোধ জানান। একইসঙ্গে তিনি কক্সবাজার বিমানবন্দর অচিরেই আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে বলে জানান এবং সেখান থেকেও ফ্লাইট চালুর বিষয়ে উদ্যোগ নিতে এয়ার এরাবিয়াকে আহ্বান জানান।

এর জবাব রাজেশ নারুলা জানান, সিলেট থেকে ফ্লাইট চালু করতে তারা আগ্রহী এবং কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক মানে উন্নয়ন সম্পন্ন হলে সেখান থেকেও অচিরেই ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের।

বৈঠক শেষে বেবিচক চেয়ারম্যান এয়ার এরাবিয়ার প্রতিনিধি দলকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং প্রয়োজনীয় সকল সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও এয়ার এরাবিয়ার প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং পর্যটনের জন্য জনপ্রিয় গন্তব্য কক্সবাজার ও সিলেট থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে যাত্রীসেবার মান যেমন বাড়বে, তেমনি আঞ্চলিক সংযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

 

Share





Related News

Comments are Closed