ছাতকে ভাতিজার হাতে চাচা খুন

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার হামলায় চাচা সোনা মিয়ার মৃত্যু হয়েছে।
সোমবার (১২ মে) গভীর রাতে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউপির বেরাজপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহত সোনাফর আলী ওরফে সোনাই (৭০) উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বেরাজপুর গ্রামের মৃত মুসলিম আলীর পুত্র।
জানা যায়, উপজেলার বেরাজপুর গ্রামের ময়না মিয়া, ফরিদ মিয়া, তাজ উদ্দিন, ফাহিম, জাকির, কয়েস, সেলিনা বেগম, রেদওয়ান ও গ্রামের সোনাফর আলী, যায়েদ হোসেন, আলী হোসেন পক্ষদ্বয়ের মধ্যে পিডিবির বিদ্যুৎ লাইন সরানো নিয়ে কথা কাটাকাটি হয়। তাৎক্ষণিক স্থানীয়রা সালিশ বৈঠক অনুষ্টিত হয়। বৈঠক চলাকালে তাজ উদ্দিন গংরা উত্তেজিত হয়ে অশালীন আচরন করায় মুরব্বিরা উভয় পক্ষকে রেখে বৈঠকস্থল থেকে চলে যান। এসময় বৈঠকস্থলে বসা সোনাফর আলীর ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। এ হামলায় সোনাফর আলী গুরুত্ব আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লাশের ময়না তদন্ত শেষ করে হাসপাতাল থেকে মঙ্গলবার বিকালে লাশ গ্রামে নিয়ে আসা হয়।
ছাতক থানার (ওসি) মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্টিত করে বলেন এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।
Related News

তাহিরপুরে পর্যটন স্পটে নৌকায় করে বিদেশি মদ বিক্রি
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পট নিলাদ্রীতে নৌকায় করে পর্যটকদের কাছে বিদেশি মদ-বিয়ার বিক্রিRead More

ছাতকে জালিয়াতি করে হাওরে বাঁধের টাকা তোলার অভিযোগ
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে দুই ব্যক্তির নাম ও স্বাক্ষরRead More
Comments are Closed