Main Menu

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্বস্তির বৃষ্টি

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে কয়েকদিনের লাগাতার গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। একটানা কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায়।

রোববার (১১ মে) বিকেল সাড়ে ৪টা থেকে এই বৃষ্টি শুরু হয়। এর আগে, একই দিন বিকেল ৩টায় তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

জানা গেছে, রোববার সকাল থেকে সূর্যের তীব্র তাপ থাকলেও বিকেল ৩টার দিকে আকাশে জমে ওঠে কালো মেঘ। বিকেল ৪টার দিকে উত্তর দিক থেকে শুরু হয় দমকা হাওয়া ও বজ্রপাত। এরপর সাড়ে ৪টার দিকে শুরু হয় মাঝারি ধরনের বৃষ্টি। এই বৃষ্টিতে তাপমাত্রার তীব্রতা কমেছে এবং জনমনে এনেছে স্বস্তি।

এদিকে, পঞ্চগড়ের আরও কয়েকটি উপজেলাতেও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া ও বজ্রপাত হলেও কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি জনজীবনে প্রশান্তির পরশ বুলিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ছবি ও ভিডিও পোস্ট করে প্রকাশ করেছেন স্বস্তির অনুভূতি।

Share





Related News

Comments are Closed