Main Menu

পঞ্চগড়ে একটি বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় একটি বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার করা হয়েছে। নীলগাইটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রবিবার (১১ মে) উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের সরকারপাড়া এলাকা থেকে নীলগাইটি উদ্ধার করে স্থানীয়রা। এটি ভারত থেকে সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত থাকায় নীলগাইটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় বনবিভাগে রাখা হয়েছে।

বন বিভাগ ও স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্ত থেকে কিছু দুরের গ্রাম সরকার পাড়ার একটি ভূট্টা ক্ষেতে নীলগাইটি দেখতে পায় মরিচ ক্ষেতে কাজ করা শ্রমিকরা। বিষয়টি জানাজানি হলে পঞ্চগড় বন বিভাগে খবর দেয়া হয়। পরে বন বিভাগের কর্মীরা নীলগাইটি উদ্ধার করে নিয়ে আসে।

নীলগাইটি শিয়াল বা অন্য কোনো জন্তুর আক্রমণের শিকার হয়েছে বলে বন কর্মীরা ধারণা করছেন। আঘাতের কারণে পিছনের বাম পা নাড়াতে পারছে না। এছাড়া শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে। ঠিকমত দাঁড়িয়ে থাকতে পারছে না। বন বিভাগে আনার পর প্রাণিসম্পদ কর্মীরা চিকিৎসা দিচ্ছে।

ওই গ্রামের একজন কৃষক জানান, ভূট্টা ক্ষেতে প্রাণীটি (নীলগাই) লুকিয়ে ছিল। আহত হওয়ায় বাইরে বের হতে পারছিল না। মরিচ ক্ষেতের শ্রমিকরা দেখতে পেয়ে তাকে খবর দেয়। সেখানে গিয়ে তিনি বন বিভাগকে খবর দেন। তারা এসে ভ্যানে করে নীলগাইটি নিয়ে যায়।

পঞ্চগড় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, নীলগাই বিলুপ্ত প্রজাতির প্রাণী এবং খুব ভিতু। মানুষ দেখলে তারা ভয় পায়। উদ্ধার হওয়া নীলগাইটির বয়স দুই বছর হতে পারে। নীলগাইটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশ করায় তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। বর্তমানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হবে।

এর আগে গত ৯ এপ্রিল পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সীমান্ত এলাকা জয়ধরভাঙা থেকে আহত অবস্থায় একটি নীলগাই উদ্ধার করা হয়। সেটিও সাফারি পার্কে পাঠানো হয়।

Share





Related News

Comments are Closed