সুনামগঞ্জে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আউয়াল মিয়া নামের ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক এবং উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের রহিম মিয়ার ছেলে।
রোববার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ট্যাকেরঘাট বড়ছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের নামে দায়ের করা নাশকতার মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে আউয়াল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
Related News

শাল্লায় বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে রিমন তালুকদার নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮Read More

ছাতকে বাগদাদ বেকারী কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ছাতক প্রতিনিধি: কাপড়ে ব্যবহৃত রং খাবারে ব্যবহার করা হচ্ছে এবং অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে বেকারি পণ্যRead More
Comments are Closed