জৈন্তাপুরে ১৫৫ কার্টুন ভারতীয় মাল্টা আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় সেনাবাহিনীর টহল চলাকালে একটি ডিআই পিকআপ ভর্তি ১৫৫ কার্টুন ভারতীয় মাল্টা আটক করেছে সেনাবাহিনী। পরে আটককৃত মাল্টা গুলো জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৪ই মার্চ) সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর তাহমিদুল ইমামের নেতৃত্বে সেনাবাহিনীর টহলটিম হরিপুর বাজার এলাকায় সকাল ৯টায় অভিযান চালিয়ে নাম্বারপ্লেট বিহীন ডিআই পিকআপ হতে ১৫৫ কার্টন ভারতীয় মাল্টা আটক করে।
আটক হওয়া মাল্টার পরিমান ২ হাজার ৩শত ২৫ কেজি যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৬৫ হাজার টাকার সমপরিমাণ। পরবর্তীতে আটককৃত মাল্টাগুলো জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উক্ত ঘটনায় মাল্টা পাচারে জড়িত থাকায় পলাতক সংশ্লিষ্টদের আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
Related News

বিশ্বনাথ পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের একটি পুকুর থেকেRead More

সিলেট মাদক সেবনে মামা ভাগ্নের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অতিরিক্ত মাদক সেবন করে মামা ফরইদ আহমদ (৪৫) ওRead More
Comments are Closed