জমির ধানগাছ খাওয়ায় একপাল মহিষ থানায় এনে দিলেন কৃষক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জমির ধানগাছ খাওয়ায় একপাল মহিষ থানায় এনে দিলেন কৃষক। ফসলি জমির ধানগাছ খাওয়ায় ক্ষুব্ধ হয়ে থানায় একটি দুটি নয় একপাল মহিষ নিয়ে হাজির হয়েছেন এক কৃষক। এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়। যদিও পরবর্তীতে আপোষের মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে।
বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের এক কৃষক অদ্ভুত এই কাজটি করেন।
জানা যায়, বুধবার বিকালে আলীনগর ইউনিয়নের এক কৃষকের ধানক্ষেতে একপাল মহিষ ঢুকে ধান খেয়ে ফসল নষ্ট করে। এতে ক্ষুব্ধ হয়ে কৃষক মহিষগুলো ধরে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে বিষয়টি আপোষের মাধ্যমে সমাধান করে মালিকের কাছে মহিষ হস্তান্তর করা হয়।
এ দিকে এমন ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। অনেকেই এই ঘটনা নিয়ে ফেইসবুকে পোস্ট করেছেন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক শামিম আকিনজি বলেন, শুনেছি একজন কৃষক ক্ষুব্ধ হয়ে থানায় মহিষের পাল নিয়ে এসেছেন। পরবর্তীতে বিষয়টি সমাধান করা হয়েছে।
Related News

বড়লেখায় ধান কাটার সময় বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতেRead More

কমলগঞ্জে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে পটেটো চিপসের লোভ দেখিয়ে ঘরে নিয়ে সাত বছর বয়সের শিশুRead More
Comments are Closed