Main Menu

মাধবপুরে ৫১ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স ও ক্যান্ডি জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে প্রায় ৫১ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স ও ক্যান্ডি আটক করে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ মো. ইমতিয়াজ জানান, বৃহস্পতিবার ভোরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৯৯০ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তুলসীপুর বাজার নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের কসমেটিক্স সামগ্রী-১২ হাজার ২২৮ পিস এবং থ্রি-ডি আইবল ক্যান্ডি-৯ হাজার ৩৭৫ পিস আটক করে জব্দ করেন।

জব্দকৃত অবৈধ চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য একান্ন লক্ষ বারো হাজার সাতশত টাকা। জব্দকৃত চোরাচালানী মালামালসমূহ হবিগঞ্জ কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Share





Related News

Comments are Closed