সিলেট সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে ফের প্রায় সোয়া কোটি টাকার ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) ভোর রাতে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সুনামগঞ্জের বাংলাবাজার, সোনালীচেলা এবং সিলেটের শ্রীপুর, পান্থুমাই, ডিবিরহাওর, দমদমিয়া, উৎমা, বিছনাকান্দ, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর ও সোনারহাট বিওপির টহলদল অভিযান চালিয়ে এ পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে কমলা, চিনি, মহিষ গরু, কিসমিস, জিরা, সাবান ও মদ।
এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় রসুন ও শিং মাছ।
জব্দকৃত পশু ও পণ্যের মূল্য প্রায় ১ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, উর্ধ্বতন সদরের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাকারবার প্রতিরোধ এবং নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর ধারাবাহিকতায় চোরাই পণ্যের চালানগুলো জব্দ করা হয়েছে।
Related News

গোয়াইনঘাটে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ষড়যন্ত্রমূলক মামলায় জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজেরRead More

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ফ্রি চক্ষু মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি চক্ষু মেডিক্যাল ক্যাম্প গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবারRead More
Comments are Closed