Main Menu

ডোমারে সড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে সড়কের পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলছেন, দুপুরের দিকে মরদেহটি দেখতে পান তারা। তবে মরদেহ কোথায় থেকে এসেছে কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে এ বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। অনেকে ধারণা করছেন সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যুর পর মরদেহটি কেউ এখানে রেখে গেছে। আবার কেউ মনে করছেন হত্যার পর মরদেহ কেউ এখানে রেখে যেতে পারে।

ওই নারীর সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ওই নারীর নাম ফোয়ারা সুলতানা। তিনি ডোমার উপজেলার গোসাইগঞ্জ এলাকার বাসিন্দা।

পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু বলেন, ফোন পেয়ে এখানে এসে দেখি একটা লাশ পড়ে আছে। শুনলাম যে একটা লোক মোটরসাইকেলে করে এই লাশটা নিয়ে এসে এখানে ফেলে দিয়ে চলে গেছে। পুলিশ আসছে, ওই নারীর স্বজনরা আসছে এখন হয়তো আসল বিষয়টা জানা যেতে পারে।

এ বিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed