Main Menu

হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে বেওয়ারিশ কুকুরের কামড়ে অন্তত ৩০ জন পথচারী আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের স্টাফ কোয়ার্টার ও দিগন্তপাড়া এলাকায় পাগলা কুকুরগুলো তাণ্ডব চালায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একদল বেওয়ারিশ কুকুর হঠাৎ করে পথচারীদের ওপর আক্রমণ করতে থাকে। রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত কামড়ে আহত ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

কুকুরের কামড়ে আহতরা হলেন, দিগন্তপাড়ার ফজলে মাহমুদ, ইমরান হোসেন, নোয়াহাটির উৎপল সূত্রধর, পুরান মুন্সেফী এলাকার মাহিদ মিয়া, কোরেশনগরের রেজওয়ান আহমেদ, উত্তর শ্যামলীর রিফা আক্তার, আনোয়ারপুরের শেবুল মাহমুদ, গার্ণিপার্কের স্মিতা রায়, মাহিয়া আক্তার সুফলা, আরমিন বেগম, উচাইলের সেলিম মিয়া, মোহনপুরের জিসান আহমেদ, পিটিআই রোডের শাওন আহমেদ, চিড়াকান্দির নবীন্দ্র রায়, হরিপুরের জাহিদুল আলম, ভাদৈ গ্রামের সাইফ, কালিগাছতলার স্বপন, উমেদনগরের আবুল কাশেম, নোয়াগাঁওয়ের ফেরদৌস, ঘাটিয়াবাজারের বিশম্ভর সরকার, রতনপুরের হামিদুর রহমান ও যাত্রাপাশার জিহাদুল মিয়া।

হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাফায়েতুল ইসলাম জানান, ‘আহতদের পায়ে কুকুরের কামড় রয়েছে। ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাদের বাড়ি পাঠানো হচ্ছে। এখনও একজন-দুজন করে রোগী আসছে।’

তিনি আরও বলেন, ‘কুকুরগুলো পাগল হয়ে গেছে বিধায় এভাবে আক্রমণ করে থাকতে পারে। এ ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে শিগগিরই ব্যবস্থা নেওয়া জরুরী।’

Share





Related News

Comments are Closed