Main Menu

প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটের নাগরিক সংগঠনের স্মারকলিপি প্রদান

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবী জানিয়ে ১৩ নভেম্বর বুধবার বিকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস বরাবরে এক স্মারকলিপি প্রদান করা হয়।

সিলেটের উন্নয়নমূলক নাগরিক সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ, সিলেট বিভাগ গণদাবী ফোরাম, সিলেট বিভাগ গণদাবী পরিষদ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এর পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুজ্জামান।

একই সাথে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায়, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, বেসামরিক বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মঞ্জুর কবির ভুঁইয়া, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ ও সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বরাবরেও স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেখক-কলামিস্ট আফতাব চৌধুরী, সিলটী আওয়াজ ও ক্যাম্পেইন কমিটি ফর ইউকে’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধ এম.এ মালেক খান, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মুফতী আব্দুর রহমান চৌধুরী এডভোকেট, সিলেট বিভাগ গণদাবী ফোরামের জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলটী আওয়াজ সৌদি আরব কমিটির আহবায়ক আলহাজ্ব কাপ্তান হোসেন, কুয়েত কমিটির আহবায়ক আলহাজ্ব শওকত আলী, সিলেট টু নিউইয়ক ইউটিউব চ্যানেলের ব্যবস্থাপক নাজমুল ইসলাম, সিলেট প্রতিনিধি ফুল মিয়া ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মইনুল ইসলাম প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, ওসমানী বিমান বন্দরের টার্মিনাল নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করে বিভিন্ন দেশের এয়ারলাইন্সের বিমান উঠা-নামার ব্যবস্থা করা, ভূমিকম্পের জেন্ডার জোন হিসেবে সিলেট শহর, শহরতলী ও দক্ষিণ সুরমা বাইপাস সড়কে ২০১৬ সালে ক্রয়কৃত ভূমিতে সিলেট বিভাগীয় ফায়ার সার্ভিস সদর দপ্তর ট্রেনিং সেন্টার দ্রুত নির্মাণ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন, সিলেট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সিলেট – ঢাকা ৬ লেন মহাসড়ক নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা, সিলেট-আখউড়া ডাবল রেললাইন নির্মাণ এবং এই রুটে দ্রুতি গতির বিরতিহীন ট্রেন সার্ভিস চালু।

স্মারকলিপিতে আরো বলা হয়, বৃহত্তর সিলেটি প্রবাসীরা প্রতিবছর বাংলাদেশে প্রায় ২০ হাজার কোটি টাকা দেশের অর্থনীতিকে সচল রেখেছে। তাই প্রবাসীদের প্রাণের দাবী হচ্ছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক এয়ারএপোর্টে আল সালাম, ওমান এয়ার, ফ্লাই দুবাই ও এয়ার এরাবিয়ান নামে ৪টি বিদেশী এয়ারলাইন্স অবতন করে এবং দ্রুত সময়ে সৌদী ও কাতার যাতায়াত করে। চট্টগ্রামের মত সিলেট এয়ারপোর্টে মধ্যপ্রাচ্যের ২/১টি ফ্লাইট উঠা-নামার অনুমতি প্রদান করা হলে ইউরোপ আমেরিকা ও কানাডায় বসবাসরত সিলেটি লাখ লাখ প্রবাসী মধ্যপ্রাচ্য হয়ে সরাসরি সিলেট এয়ারপোর্টে অবতরণ করতে পারবেন।

উপদেষ্টাদের কাছে প্রেরণকৃত স্মারকলিপিতে সিলেট বিভাগের প্রতিটি উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থানে ফায়ার সার্ভিস চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed