গোয়াইনঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে ৪ নারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিওপির মায়াবী ঝর্ণা নামক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নরসিংদীর পলাশ থানার খানেপুর গ্রামের মৃত মুনসুর আলীর মেয়ে মোছা.রুবিনা আক্তার (৩৭), ঢাকার নবাবগঞ্জ থানার সূর্যখালী গ্রামের দেলোয়ারের মেয়ে মোছা. লাবনী আক্তার (৩৪), চাঁদপুরের মতলব উত্তর থানার সুজাতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে মরিয়ম বেগম (৩১) এবং ঢাকার খিলগাঁও থানার উত্তর রামপুরা গ্রামের রমিজুল ইসলামের মেয়ে মোছা. রুমি আক্তার (২৬)।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান।
জানা যায়, মঙ্গলবার দুপুর প্রায় পৌনে ২টায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধীনস্থ প্রতাপপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/১-এস সংলগ্ন মায়াবী ঝর্ণা নামক স্থানের নিকট দিয়ে মানব পাচারকারীর সহায়তায় চার বাংলাদেশী নারী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় জনাসাধারণ তাদেরকে আটক করে প্রতাপপুর বিওপির টহলদলের নিকট স্থানান্তর করে।
এব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের পূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।
Related News

সিলেটে তাপমাত্রা ৩৭ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটজুড়ে তাপমাত্রা বাড়ছে। শনিবারের মতো রোববারও (১৩ জুলাই) দিনজুড়ে বৃষ্টির দেখা মেলেনি।Read More

জকিগঞ্জের সাবেক মেয়রসহ ৯ আওয়ামী লীগ নেতা কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেনRead More
Comments are Closed