Main Menu

জাবিতে আটক মাদকসেবীদের ছাড়াতে ব্যস্ত কর্মচারী ইউনিয়নের নেতা

জাবি প্রতিনিধি: জাবিতে প্রকাশ্যে মাদক সেবনকালে আটক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের ছাড়াতে আশুলিয়া থানায় দৌড় ঝাপ করছে কর্মচারী ইউনিয়নের এক নেতা।

এবারও তিনি থানায় যেতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ব্যবহার করেছেন। এতে ভোগান্তিতে পরেছে বিশ্ববিদ্যালয়ে জরুরী সেবা নিতে আসা শিক্ষক শিক্ষার্থী।

খোজ নিয়ে জানা যায়, রোববার (৩ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন শান্তিনিকেতন এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন রফিক জব্বার হলের ডাইনিংয়ের কর্মচারী আবু ইউসুফ, বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলাবাগান এলাকার জেনারেটর বাজারের ইলেকট্রিশিয়ান দোকানদার সজীব ইসলাম ওরফে রাসেল মিয়া এবং মীর মশাররফ হোসেন হলের ডাইনিংয়ের কর্মচারী নাসিমুল হক বাবু।

বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর খবরের ভিত্তিতে প্রক্টরিয়াল টিম মাদকসহ তাদের হাতেনাতে আটক করে। পরে তাদের আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়।

এই কর্মচারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা যেন না নেয়া হয় এবং তাদের মামলার আওতায় আনার আগেই এই অপরাধীদের ছাড়াতে ব্যতিব্যস্ত হন কর্মচারী ইউনিয়নের ওই নেতা।

নিরাপত্তা শাখায় চাকুরী করা ওই নেতা দোষীদের ছাড়ানোর তদবির করতে পারে কি না এবং ঘটনায় প্রক্টর কি ব্যবস্থা নিবেন জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ ক ম রাশিদুল আলব বলেন, ঘটনাটি আমার জানা নেই। আমি জেনে ব্যবস্থা নিব।

Share





Related News

Comments are Closed