পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে অন্তর রায় (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের সেনপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত অন্তর মাগুড়া ইউনিয়নের ধনীপাড়া এলাকার বীরেন চন্দ্র রায়ের ছেলে ও পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার দুপুরের দিকে কাঞ্চন কমিউটার নামে একটি লোকাল ট্রেন ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে আসছিল। এ সময় মাগুড়া সেনপাড়া এলাকায় স্কুলের পোশাকসহ কাঁধে ব্যাগ নিয়ে রেললাইনে দাঁড়িয়ে ছিল অন্তর। একপর্যায়ে ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করেছে।
পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ পারভেজ জানান, দুপুরে কাঞ্চন কমিউটার ট্রেনটি পঞ্চগড়ে আসার আগে কাটা পড়ে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এটি আত্মহত্যা না দুর্ঘটনা এ বিষয় জানা নেই। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল করেছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
Related News

বিয়ের দাবিতে ভাগনের বাড়িতে মামির অনশন
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাচারী পাড়া গ্রামে বিয়ের দাবিতে ভাগনের বাড়িতেRead More

বাঁচানো গেল না মাগুরার সেই শিশুটিকে
বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরার সেই শিশুটিকে আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে মৃত ঘোষণা করা হয়েছে।Read More
Comments are Closed