Main Menu

শান্তিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় একজন পথচারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী মামদপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সিরাজ মিয়া ওরফে বিরাট (৫০) উপজেলার দামোধরতপী গ্রামের মৃত তেরাব আলীর পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে ওই ব্যক্তি রাস্তা পারাপারের সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী একটি মোটর সাইকেলের (সিলেট-ল ১২৬৭০৯) ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্বাস আলী ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এই সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি ব্যতিত আরো দুইজন মোটরসাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

Share





Related News

Comments are Closed