দূর্গাপূজা উপলক্ষে সিলেটে ‘আমরা বিএনপি পরিবার’র বস্ত্র উপহার

বৈশাখী নিউজ ডেস্ক: আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার দেশ সবার-ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। তাই অতীতের ন্যায় এবারো আপনারা আপনাদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে নির্ভয়ে উদযাপন করবেন। বিএনপি আপনাদের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি নির্বিঘ্নে সনাতন ধর্মালম্বীদের পুজা উদযাপন করার আহবান জানান। যে কোন নাশকতা স্থানীয় বিএনপি প্রতিরোধ করবে বলেও আশ্বস্ত করেন তিনি।
তিনি সোমবার সিলেটের কোতোয়ালী থানাধীন ৪৫টি ওয়ার্ডের সনাতন ধর্মালম্বীদের মধ্যে ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সার্বিক সহযোগিতায় উপহার প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক নুরুল আলম সিদ্দিকী খালেদ।
এডভোকেট অরবিন্দ দাস গুপ্ত বিভু’র সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চন্দ দাসের পরিচালনায় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মহানগর পূজা উপযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার দেব, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য কল্যাণ পরিষদের সাবেক ট্রাস্টি বাবু নিহার রঞ্জন প্রমুখ।
Related News

৬ দফা দাবিতে সিলেট বিক্ষোভ সমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা
বৈশাখী নিউজ ডেস্ক: ছয় দফা দাবিতে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেRead More

শাহপরান পশ্চিম থানা শ্রমিক কল্যাণের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেটRead More
Comments are Closed