হবিগঞ্জে ডাবল হত্যা মামলার আসামী আ.লীগ নেতা শুভ্র গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে মোস্তাক ও রিপন শীল হত্যা মামলার আসামী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শঙ্খ শুভ্র রায়কে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২ অক্টোবর) মধ্য রাতে শায়েস্তাগঞ্জের দেউন্দি রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, শঙ্খ শুভ্র রায়কে গ্রেফতারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ২ ও ৪ আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক ও রিপন শীল নামে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় শঙ্খ শুভ্র রায় আসামি।
তিনি বলেন- বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শঙ্খ শুভ্র রায় হবিগঞ্জ মটর মালিক গ্রুপ ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
Related News
হবিগঞ্জে আওয়ামী লীগের ২ নেতাকে ধরে পুলিশে সোপর্দ
হবিগঞ্জ সংবাদদাতা: শেখ হাসিনার অডিও বার্তা শুনে সহিংসতার চেষ্টার অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগেরRead More
হবিগঞ্জে সাড়ে ১৪ লাখ টাকা সহ হুন্ডি ব্যবসায়ী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) উপজেলার ধর্মঘর বিওপির বিশেষ টহলদল ১৪Read More
Comments are Closed