কমলগঞ্জে ওএমএস এর চাল-আটা বিতরণে অনিয়মের অভিযোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ওএমএস এর চাল-আটা বিতরণে অনিয়মের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ব্যাপারে প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা।
সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার মুন্সীবাজার পাম্প সিটি এলাকায় ওএমএস এর চাল-আটা নিতে আসা মানুষের দীর্ঘ লাইন।
উপস্থিত উপকারভোগীরা জানান, ৫ কেজি চাল-আটা কিনলে আধা কেজি থেকে প্রায় এক কেজি পরিমাণ কম পাচ্ছেন ভুক্তভোগীরা। বিত্তশালী এবং ব্যবসায়ীদের কাছে নিয়ম বহির্ভূত বিক্রির অভিযোগও রয়েছে।
চাল নিতে আসা হেলন বেগম জানান, আমি নিজ চোখে দেখেছি এক বস্তা চাল বিক্রি করছেন ডিলার। মুন্সীবাজারের ব্যবসায়ী একজন ২০ কেজি চাল নিয়ে গেছেন, অথচ আমরা আসলে চাল পাইনা।
দিনমজুর সুরেশ শব্দকর জানান, ৫ কেজি চাল কিনে নিলে ৫০০ গ্রাম কম মিলে এবং নিয়মবহির্ভূত বিভিন্ন শ্রেণীর নেতাদের কাছে চাল-আটা বিক্রি করার কারণে আমরা দীর্ঘ সময় লাইনে থাকার পর শুণ্য হাতে বাড়ি ফিরতে হয়। তাছাড়া সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করেন ডিলার ও তার লোকজন।
দিনমজুর শুকুর মিয়া বলেন, ৫ কেজি চাল কিনলে ৩৫০ গ্রাম কম ও আটা ৩০০ গ্রাম কম দিচ্ছেন তারা। আমরা প্রতিবাদ করলেও তারা এতে কর্ণপাত করেনি।
এ ব্যাপারে নাম তালিকা ভুক্ত করার দায়িত্বে থাকা লুৎফুর রহমান নামে এক লোক নিজেকে ওএমএস এর ডিলার পরিচয় দিয়ে সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান।
Related News
কমলগঞ্জ উপজেলা আ.লীগের সহ-সভাপতিকে ধরলো র্যাব
বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর হাতে আটক হয়েছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা আওয়ামীRead More
মৌলভীবাজারে মাদরাসায় উৎপাদিত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের সুজানগর আইডিয়াল মাদরাসায় পল্লী বিদ্যুৎতের বড়লেখা জোনালেRead More
Comments are Closed