জাফলংয়ের মায়াবী ঝর্ণায় সাপের কামড়ে পর্যটক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ের মায়াবী ঝর্ণায় উপরে উঠে আনন্দ করছিলেন মোহাম্মদ সানাউল্লাহ নামের এক পর্যটক। ওই সময় বিষাক্ত সাপের কামড়ে গুরুতর আহত হন তিনি।
বুধবার (২৬ জুন) সকালে এ ঘটনা ঘটে। সানাউল্লাহ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নাইমুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ সানাউল্লাহ বন্ধুদের সাথে জাফলং ভ্রমণের উদ্দেশ্যে আসলে একপর্যায়ে দুপুরের দিকে তারা জাফলংয়ের অন্যতম স্থান মায়াবী ঝর্ণায় যান। সেখানে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে মায়াবী ঝর্ণার উপরে উঠেন তারা।
ওই সময় বিষাক্ত একটি সাপ সানাউল্লাহর পা কামড়ে ধরে। পরে সানাউল্লাহ সাপটিকে ছাড়িয়ে ঝর্ণার নিচে এসে অসুস্থ হয়ে পড়লে ট্যুরিস্ট পুলিশ তাৎক্ষণিক তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর দায়িত্বরত ডাক্তার দ্রুত ওই পর্যটকের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
পর্যটককে সাপে কাটার বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ইনচার্জ মোহাম্মদ রতন শেখ বলেন, ‘ঝর্ণার অতিরিক্ত ওপরে না উঠার জন্য দায়িত্বরত পুলিশ সদস্যরা প্রতিনিয়ত মাইকিং করে পর্যটকদের নিরুৎসাহিত করছে এবং সতর্কতার জন্য ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে একাধিক বিলবোর্ড স্থাপন করা আছে। এরপরও অনেক পর্যটক অতি উৎসাহিত হয়ে ঝর্ণার একেবারে উপরের দিকে উঠতে চায়। এতে করে মাঝেমধ্যে অনাকাঙ্খিত কিছু দুর্ঘটনা ঘটে থাকে’।
Related News
গোলাপগঞ্জে নদীভাঙনে বিলীন শতবর্ষের প্রাচীন মসজিদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রাচীনতম শতবর্ষ পুরনো পাঞ্জেখানা মসজিদটি বিলীন হয়ে গেছে সুরমা নদীরRead More
সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চিনির চালান জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই চিনির চালান জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ডRead More
Comments are Closed