ব্লাড ক্যান্সার আক্রান্ত এক মায়ের চিকিৎসায় সাহায্যের আবেদন
বৈশাখী নিউজ ডেস্ক: মহান আল্লাহর নিকট চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। তার নাই কোন সন্তান, আছে শুধু স্বামী, তাও অসুস্থ।
জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা মা’টির নাম ফিরুজা বেগম (৫২)। তিনি নগরীর ৮নং ওয়ার্ডের আখালিয়া জালালালিয়া এলাকার ৩নং কলোনী বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে সিলেট আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফিরুজা বেগমের শরীরে বাসাবাঁধা মরণব্যাধি ক্যান্সারের চিকিৎসায় ইতোমধ্যে নিজের সবকিছু শেষ করে দিয়েছেন। অর্থের অভাবে এখন তিনি নিজের চিকিৎসা করাতে পারছেন না। ফিরুজা বেগম নগরীর ৮নং ওয়ার্ডের আখালিয়া জালালালিয়া (৩নং কলোনী) এলাকার মৃত মো: সায়িদ আলীর কন্যা। স্বামী আব্দুল মালিক (৮৬)। পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি তাও অসুস্থ। এই ব্যক্তিটিই যখন জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকেন তখন পরিবারের অন্য সদস্যদের মহান আল্লাহর নিকট চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না।
২০২৪ সালের মার্চ মাসে ব্লাড ক্যান্সার ধরা পড়ে তার। দেশের চিকিৎসায় নিজের জমানো এবং আত্মীয়দের সহযোগিতায় এ পর্যন্ত তার লক্ষ টাকা খরচ হয়ে গেছে। উন্নত চিকিৎসা নিতে হবে। কিন্তু অর্থের অভাবে তিনি আর পেরে উঠছেন না। তাই তিনি মহান আল্লাহর দিকে তাকিয়ে সমাজের সব শ্রেণীর মানুষ ও প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য ও সহযোগিতার জন্য মোবাইল নাম্বার-০১৭৫২-০৪৮ ৬২৮ (বিকাশ) অথবা ব্যাংক একাউন্ট নাম্বার-৭০১৭৩৪৪৯৪৮৫১২, স্বামী আব্দুল মালিক, ডাচ বাংলা ব্যাংক, মদিনা মার্কেট শাখা, সিলেট।
Related News
পুলিশে নিয়োগ : যেভাবে আবেদন করবেন
বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও কনস্টেবল পদের জন্য অনলাইনে দরখাস্ত গ্রহণ শুরু করেছেRead More
ভূমিহীন আজিজুর বাড়ি তৈরিতে সাহায্যের আবেদন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুকলামপুর গ্রামের বাসিন্দা ভূমিহীন দিনমজুরRead More
Comments are Closed