সিলেটে হঠাৎ করে পরিবহন শ্রমিকদের সড়ক অরোধ, যাত্রীদের দূর্ভোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আবারো হঠাৎ করে সড়ক অবরোধ করেছে পরিবহণ সেক্টরের নেতাকর্মীরা। এতে সিলেট-ঢাকা মহাসড়কে যানজটের কারণে অবর্ননীয় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (১৬ মে) সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেছিল সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।
বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার-চন্ডিপুল এলাকার সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পুলিশের সাথে আলোচনার পর তারা অবরোধ প্রত্যাহার করেন।
জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফুর অবরোধের কারণ সম্পর্কে বলেন, ২০২১ সাল থেকে পরিবহন শ্রমিকদের কাছ থেকে চিকিৎসা ও ভাতা বাবদ ৩০ টাকা করে উত্তোলন করা হচ্ছে। আজ দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় টাকা উত্তোলনের সময় কয়েকজন পরিবহন শ্রমিককে আটকের চেষ্টা করে পুলিশ।
তিনি বলেন, এ ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা তেলিবাজার-চন্ডিপুল এলাকা অবরোধ করেন। তবে পুলিশ প্রশাসনের সাথে আলাপের পর কর্মসূচি প্রত্যাহার করা হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, আমরা ঘটনাস্থলেই ছিলাম। এখন অবরোধ প্রত্যাহার করেছে শ্রমিকরা।
এ ব্যাপারে দক্ষিণ সুরমার এক স্কুলের শিক্ষক মামুন আহমেদ (৪৬) বলেন, সিলেটে কথায় কথায় পরিবহন ধর্মঘট আহ্বান করায় আমাদের অমানবিক দুর্ভোগে পড়তে হয়। তারা বারবার প্রমাণ দিচ্ছে, সাধারণ মানুষের জন্য তাদের কোনো দায় নেই। আমরা পরিবহন শ্রমিকদের এমন অবরোধ ধর্মঘটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, তাদের নিয়ন্ত্রণে সিলেটের প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের কঠোর হস্তক্ষেপ চাই। তারা নিশ্চয় আইনের উর্ধ্বে নয়।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেছিল এই শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
Related News
সিলেটে প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারকে ঘর দিল সেনাবাহিনী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে প্রয়াত এক বীর মুক্তিযোদ্ধার পরিবারকে ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।Read More
বিশ্বনাথে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছেRead More
Comments are Closed