Main Menu

জৈন্তাপুরে বজ্রপাতে ফুটবল খেলোয়াড় নিহত

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে এক ফুটবল খেলোয়াড় নিহত হয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি ফুটবল মাঠে টুর্নামেন্ট খেলতে আসে উপজেলার কেন্দ্রী গ্রামের একটি ফুটবল টিম। খেলার মাঠে জার্সি পরে প্যাকটিস করার প্রাক্কালে বজ্রপাতের কবলে পড়ে নিহত হন এক খেলোয়াড়।

নিহত সবুজ মিয়া (২২) উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের ছগির মিয়ার ছেলে।

খেলা দেখতে আসা দর্শকরা দ্রুত সবুজ মিযাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের বাসিন্ধা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান বজ্রপাতের আঘাতে খেলোয়াড়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম (পিপিএম) জানান, বজ্রপাতের আঘাতে একজন খেলোয়াড় মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পরপরই পুলিশের একটি টহল টিম স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে নিহতের সুরতহাল প্রস্তুত করেছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed