মৌলভীবাজারে ধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ২ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৫ মে ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. সোলায়মান এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত হলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার ছিক্কা গ্রামের মজমিলের ছেলে আবারক মিয়া (২২) ও দক্ষিণ কাসিমপুরের মৃত হামদু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৪০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ মে বিকেল ৩টার দিকে ভিকটিম রাশেদা বেগম (৩০) সিলেটের বালাগঞ্জ উপজেলার অইয়া গ্রাম থেকে ধান কেনার জন্য নগদ ৭০ হাজার টাকা নিয়ে মৌলভীবাজারের রাজনগরের উদ্দেশ্যে তার বাড়ি থেকে বের হন। পরে ওইদিন সন্ধ্যার পরেও ভিকটিম নিজের বাড়িতে না যাওয়ায় তার বোন রায়শা বেগম ভিকটিমের মোবাইল ফোনে কল দেয়। তখন ভিকটিম তার পরিচিত রাজনগর থানাধীন আবারক মিয়ার বাড়িতে যাচ্ছেন বলে তথ্য পাওয়া যায়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির দুই দিন পর রাজনগর থানাধীন রাজনগর ইউপিস্থ স্থানীয় মোবারকের বাড়ির দক্ষিণ পার্শ্বের মাছু গাঙ্গে (খালে) ভিকটিমের মরদেহ পাওয়া যায়। এ ব্যাপারে তার ভাই আব্দুল খালিদ বাদী হয়ে রাজনগর থানায় ২০১৮ সালের ২ জুন মামলা দায়ের করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. নিখিল রঞ্জন দাশ জানান, আসামিদের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মামলার ২ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাদের কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশ এবং আসামির পক্ষে ছিলেন অ্যাড. সানোয়ার হোসেন ও অ্যাড. বিল্লাল হোসেন।
Related News
১৫ আগস্টকে ছুটি ঘোষণার রায় স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: ১৫ আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিতRead More
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, তারেক রহমানসহ সব আসামি খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানRead More
Comments are Closed