সাংবাদিক হাবিবুর রহমানের বড় ভাইয়ের মৃত্যু, সিলেট জেলা প্রেসক্লাবের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক ভোরের ডাক সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক হাবিবুর রহমানের বড় ভাই হাজী ফজলুর রহমান আর নেই ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার (১০ মে) বাদ আছর সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত নানা রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম হাজী ফজলুর রহমান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মন্ডলীভোগ জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী ও তাহির প্লাজার বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।
মরহুম ফজলুর রহমানের প্রথম জানাযার নামাজ শনিবার (১১ মে) সকালে ছাতকের মন্ডলীভোগস্হ বাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। আর ২য় জানাজার নামাজ ওইদিন বিকাল ২টা ৩০ মিনিটে ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের রসুলপুর গ্রামের নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এদিকে, সাংবাদিক হাবিবুর রহমানের বড় ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এবং ক্লাবের সদস্যবৃন্দ।
এক শোকবার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদস্যরা বলেন- সাংবাদিক হাবিবুর রহমানের বড় ভাই একজন সৎ ও ন্যায় পরায়ণ এবং সালিশ ব্যক্তিত্ব ছিলেন। তিনি ব্যক্তি জীবনে একজন সহজ-সরল ও পরপোকারি ছিলেন। তার এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাধায়ক।
নেতৃবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দু:খ প্রকাশ করেন।
Related News
ইউএনবির উপদেষ্টা সম্পাদক হলেন ফরিদ হোসেন, সম্পাদকের দায়িত্বে মাহফুজুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাহফুজুর রহমানRead More
বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী মারা গেছেন। মঙ্গলবারRead More
Comments are Closed