Main Menu

কবি ও গণমাধ্যমকর্মী আহমেদ বকুল আর নেই

নিজস্ব প্রতিবেদক: কবি-গণমাধ্যমকর্মী ও সংগঠক আহমেদ বকুল চলে গেলেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (৫ মে) সন্ধ্যা পৌণে ৭টায় সিলেট নগরীর উত্তর টিলাগড় ইকোপার্ক এলাকাস্থ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সোমবার বাদ যোহর নিজ বাড়ি রাজনগর উপজেলার কালারবাজারের কেশরপাড়া গ্রামে তার জানাজার নামাজ অনুষ্টিত হবে।

আহমেদ বকুল সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। তিনি সিলেট মিডিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমানে তিনি ‘সিলেট মিডিয়া পেইজ’ অনলাইন ভার্সনে হোস্টের দায়িত্ব পালন করছিলেন। তিনি ইতিমধ্যে বৃহত্তর সিলেটের স্বার্থসংশ্লিষ্ট বিষয়বস্তু নিয়ে একাধিক লাইভ অনুষ্ঠান প্রচার করেন।

 

Share





Related News

Comments are Closed