ঈদের আগে সিলেটে হঠাৎ বেড়েছে মুরগির দাম

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটে হঠাৎ করেই বেড়েছে ব্রয়লার মুরগির দাম। একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে বিশ টাকা টাকা। শুধু ব্রয়লার মুরগি নয় বেড়েছে সব ধরনের মুরগির দাম। ব্যবসায়ীদের দাবি, বাজারে সরবরাহের তুলনায় চাহিদা বৃদ্ধি পাওয়ায় খামারিরা মুরগির দাম বাড়িয়েছেন।
শুক্রবার (৫ এপ্রিল) সিলেট নগরীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি ২৩০ থেকে ২৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বৃহস্পতিবারও ব্রয়লার মুরগি ২১০ থেকে ২১৫ টাকা দরে বিক্রি হয়েছিল। বাজারগুলোতে সোনালি মুরগি কেজি ৩৩০-৩৫০ টাকা আর দেশি মুরগি ৬৩০ থেকে ৬৬০ টাকায় বিক্রি হচ্ছে।
নগরীর আম্বরখানার বাসিন্দা মাহিন অভিযোগ করেন, ঈদকে সামনে রেখে এক শ্রেণীর ব্যবসায়ী ইচ্ছা করে দাম বাড়িয়েছে। বৃহস্পতিার ব্রয়লার মুরগি ২১০ টাকা কেজিতে কিনতে পারলেও আজ (শুক্রবার) কিনতে হচ্ছে ২৩০ টাকা কেজিতে। এটা শুধু বাংলাদেশেই সম্ভব। বিক্রেতারা বলছেন ঈদে নাকি আরও দাম বাড়বে। এমনটি হলে কিভাবে বাঁচবো। বাজারে সব জিনিসের দাম বাড়তি। বাজার নিয়ন্ত্রণে সরকারের তদারকির অভাব রয়েছে বলে জানান তিনি।
ব্যবসায়ীরা জানান, ঈদ সামনে রেখে মুরগির দাম আরও বাড়তে পারে। সিলেটের বাজারে একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগিরসহ সব ধরনের মুরগির দাম পাইকারি বাজারে কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। বাজারে সরবরাহের তুলনায় চাহিদা বৃদ্ধি পাওয়ায় খামারিরা মুরগির দাম বাড়িয়েছেন। পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। এছাড়া ঈদে পরিবহন খরচ বাড়ায় মুরগির দামে প্রভাব পড়েছে বলে জানান বিক্রেতারা।
Related News

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি, চুড়িদার, থ্রিপিস জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর লালদিঘীরপার হকার্স মার্কেটে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। নিশ্চিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতেRead More

নাহিদের মাতৃবিয়োগে খান জামালের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্মRead More
Comments are Closed