Main Menu

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় চিনি ও পিয়াজ আটক

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের চোরাচালান বিরুধী পৃথক দুটি অভিযানে ৫৫ বস্তা ভারতীয় চিনি এবং ১০ বস্তা পিয়াজ সহ ১টি ডিআই ট্রাক ও ১টি এইচ পিকআপ গাড়ী আটক করা হয়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এর নেতৃত্বে চোরাচালান বিরুধী অভিযান পরিচালনা করেন।

২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেট- তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ বস্তা ভারতীয় চিনি সহ ১টি এইচ পিকআপ গাড়ী আটক করা হয় ৷

অপরদিকে রাত ১টা ৩০ মিনিটে সিলেট- তামাবিল মহাসড়কের চাঙ্গীলস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখ হতে ২০ বস্তা ভারতীয় চিনি এবং ১০ বস্তা পিয়াজ সহ একটি ডিআই ট্রাক আটক করা হয়। দুটি অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ী চালক সহ চেরাকারবারীরা গাড়ী রেখে পালিয়ে যায়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের প্রেক্ষিতে আমি পৃথক অভিযান পরিচালনা করি ৷ অভিযানে ২টি গাড়ী সহ ৫৫ বস্তা ভারতীয় চিনি এবং ১০ বস্তা পিয়াজ আটক করেছি। এবিষয়ে দুটি পৃথক মামলা করা হবে ৷ আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed