ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পণ্যবাহী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহাসড়কের ধুলন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজনের পরিচয়া পাওয়া গেছে। তিনি হলেন জেলা সদরের ভাটবাউর গ্রামের শামসুল হকের ছেলে জুয়েল হোসেন (৩৫)। তিনি কাঁচামালের ব্যবসায়ী ছিলেন। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। তবে তারা একে অপরের খালাতো ভাই বলে জানা গেছে।
ঘিওর থানা-পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ঘিওরের ধুলন্ডি এলাকায় পণ্যবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর পর নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে ফাঁড়িতে নেওয়া হয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, নিহত একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
Related News

টাঙ্গাইলে সড়কদূর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী ও ঘাটাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহি সহRead More

কাঁচপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
Comments are Closed