Main Menu

৮ মাসে কোরআন মুখস্থ করল আট বছরের শিশু আলভি

বৈশাখী নিউজ ডেস্ক: আট বছরের একটি ছোট্ট শিশু মাত্র আট মাসে কোরআন হিফজ (মুখস্থ) সম্পন্ন করেছে। সিলেটের ফেঞ্চুগঞ্জে মুহাম্মদ আলভি পবিত্র কোরআন মুখস্থ করে অনন্য নজির সৃষ্টি করেছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার এই ছাত্রের কৃতিত্বে খুশি শিক্ষকসহ এলাকাবাসী ও তার মাতা-পিতা। গত সোমবার রাতে মাদ্রাসার বার্ষিক পাগড়ি প্রদান অনুষ্ঠানে আলভির মাথায় পাগড়ি পরানো হয়।

হাফেজ আলভি উপজেলার ইলাশপুর গ্রামের আব্দুল জাবিদের পুত্র। তার বাবা পেশায় একজন শিক্ষক। আলভি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

হাফেজ আলভির পিতা আব্দুল জাবিদ বলেন, আমার অনেক ইচ্ছা আমার ছেলে কোরআনের আলেম হবে। আল্লাহর অশেষ রহমতে মাত্র আট মাসে আমার ছেলে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন আল্লাহ তাআলা এবং রাসুল (সা.)-এর উছিলায় বড় হয়ে যেন ইসলামের খেদমত করতে পারে।

Share





Related News

Comments are Closed