Main Menu

মেডিকেলে ভর্তি পরীক্ষা ৯ ফেব্রয়ারী

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস (মেডিকেল) ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ভর্তি কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলসহ (বিএমডিসি) ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সব অংশীজন অংশ নেন। এতে পরীক্ষার তারিখ ৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।

সভায় অংশ নেওয়া ঊর্ধ্বতন কর্মকর্তাসহ একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, গত ২৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। সাধারণত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের এক থেকে দেড় মাসের মাথায় এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

Share

Related News

Comments are Closed