Main Menu

আগাম শীতে লেপ তোষক কারিগররা ব্যস্ত সময় কাটাচ্ছে

মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: হিমালয়ের কন্যা বলে খ্যাত দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়। পঞ্চগড়ের চারিদিকে শীতের আগমনী বার্তা শুরু হয়েছে। বর্তমানে সন্ধ্যার পর এ অঞ্চলের জনপদ ঢেকে যাচ্ছে হালকা কুয়াশায়। শিশির বিন্দুতে ভিজে যাচ্ছে শাক-সবজির ক্ষেতসহ ঘাস ও গাছালির লতা-পাতা। এই কার্তিকেই ক’দিন পরে পঞ্চগড় জেলায় সর্বত্র সন্ধ্যা থেকে সারারাত ও সকাল থাকে কুয়াশায় ঢাকা পড়ে যাবে। এ জনপদে শীতের প্রকোপ বাড়ছে ধীরে ধীরে। রাতে ও সকালে গ্রামাঞ্চলের লোকজন রীতিমতো মোটা কাপড় পরিধান করছে শীত নিবারনের জন্য।

প্রতিবারের মতো এবারও এখানে শীতের তীব্রতা বাড়বে এমন আশংকায় লেপ-তোষক তৈরীতে ব্যস্ততা বেড়েছে কারিগরদের। ধনী ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা শীতের প্রস্তুতি হিসেবে লেপ- তোষক তৈরীর জন্য ভিড় করছে কারিগরদের দোকানে।কেউ কেউ কারিগরদের বাড়িতে নিয়ে গিয়ে লেপ-তোষক তৈরী করে নিচ্ছেন আগাম।

এ দিকে শীত থেকে রক্ষা পাবার জন্য দরিদ্র মানুষগুলো পুরোনো কাপড়ের দোকানেও ভিড় করছে।

 

 

Share





Related News

Comments are Closed