Main Menu

পঞ্চগড়ে বাণিজ্যিক ভাবে মাল্টা চাষ

সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় বাণিজ্যিক ভাবে মাল্টা চাষ শুরু হয়েছে। এই এলাকার উৎপাদিত মাল্টা সু-স্বাদু ও রসালো। মাল্টা চাষ লাভজনক হওয়ায় রসালো ফল মাল্টা চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

মাল্টা চাষীদের সাথে কথা বলে জানা যায়, বর্তমানে এই উপজেলায় মাল্টার গাছগুলোতে প্রচুর পরিমাণ মাল্টার ফলন হয়েছে। মাল্টার বাগানে গাছে গাছে থোকায় থোকায় মাল্টা শোভা পাচ্ছে। দূর-দুরান্ত হতে মাল্টা বাগানে ব্যবসায়ীরা আসছেন মাল্টা কেনার জন্য। ব্যবসায়ীরা তিন হাজার টাকা মণ দরে বাগান হতে মাল্টা কিনে নিয়ে যাচ্ছেন।

মাল্টা চাষি তরিকুল আলম, আকতারুজ্জামান রিপন, মাসুদ রানা জানান, তাদের উৎপাদিত পাকা মাল্টা উত্তোলন করা শুরু হয়েছে। বাজারে প্রচুর চাহিদা রয়েছে। মাল্টা চাষ করে তারা লাভবান হবেন বলে আশা প্রকাশ করেছেন।

এ রকম আশা প্রকাশ করেছেন সাকোয়া ইউনিয়নের সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ ও মাড়েয়া ইউনিয়নের আবু আনছার রেজাউল করিম শামীম।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আহম্মেদ রাশেদ উদ নবী বলেন, এই উপজেলার মাটি মাল্টা চাষের জন্য উপযোগী। উপজেলা কৃষি বিভাগের সহযোগীতায় দিন দিন এই উপজেলায় মাল্টা চাষ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এই এলাকার মাল্টা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায় প্রেরণ করা হচ্ছে।

 

 

Share





Related News

Comments are Closed