সিলেটে বাসার গ্রিল কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মাল লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের সিলাম টিকরপাড়া গ্রামের ইস্তেশামুল গণি তাজেল এর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
বাড়ির মালিকের সূত্র দিয়ে মোগলাবাজার থানা পুলিশ জানায়, বুধবার রাত ৩টায় মোগলাবাজার সিলাম ইউনিয়নের সিলাম টিকরপাড়া গ্রামের মৃত-তালেবুল গণির পুত্র ইস্তেশামুল গণি তাজেল (৪২) এর বাড়িতে ডাকাতরা হানা দেয়। ৮/৯ জনের ডাকাত দল বাসার গ্রিলের তালা কেটে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা লোহার রড, রামদা, ছুরি ও ডেগার দিয়ে বাসায় বসবাসকারীদের আঘাত করে। এতে তাজেল গুরুতর আহত হন।
এ সময় ডাকাত দল বাসা থেকে ৩/৪ ভরি স্বর্ণালঙ্কার, সিসি টিভির ডিভিডি রেকর্ডার, আইফোনসহ ৩টি মোবাইল, ১টি টিবিএস মেট্রোপ্লাস মোটরসাইকেল ও নগদ ৩ লক্ষ টাকাসহ মোট ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ রানা, ডিসি (দক্ষিণ) সোহেল রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
সিলেটের সকল স্কুল কলেজের সামনে জেব্রা ক্রসিং স্থাপনের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এইRead More
সিলেটে আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেরার ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষিRead More
Comments are Closed