বিয়ানীবাজারে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার(১৩ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী মায়ের সাথে নানা বাড়িতে থাকতো। তার মূল বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কেচরিকূল এলাকায়। সে প্রবাসী নিজাম উদ্দিনের তিন সন্তানের মধ্যে সবার ছোট।
স্বজনরা জানান, বুধবার বেলা তিনটার সময় গোসল শেষে মা আলীকে খাইয়ে দেন। এরপর মা ঘরে হাত ধুতে গেলে সে যেন কোথায় চলে যায়। কিছুক্ষণ পর মা বাইরে এসে তাকে না পেয়ে খোজাখুজি শুরু করেন। খোজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে দেখতে পান আলী পানিতে ভাসছে। সেখান থেকে তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিয়ানীবাজার থানা পুলিশ। লাশের প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ জানায় অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে মনে হচ্ছে পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে।
Related News
গোলাপগঞ্জে নদীভাঙনে বিলীন শতবর্ষের প্রাচীন মসজিদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রাচীনতম শতবর্ষ পুরনো পাঞ্জেখানা মসজিদটি বিলীন হয়ে গেছে সুরমা নদীরRead More
সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চিনির চালান জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই চিনির চালান জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ডRead More
Comments are Closed