ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪, আহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের কাভার্ডভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।
সোমবার (২১ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার সরাইল উপজেলার বড়ইবাড়ি গ্রামের ফরিদ মিয়ার ছেলে সিএনজি চালক মো. সোহেল মিয়া (২৭), একই গ্রামের নাজমুল মিয়ার ছেলে মো. জিলানী (৮), পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের আজকর মিয়া (৬০) ও কিশোরগঞ্জ জেলার ইটনা থানার মির্জাপুর গ্রামের মো. রশিদ মিয়ার ছেলে উজ্জ্বল।
আহতরা হলেন- নিহত জিলানীর ছোট বোন দেড় বছর বয়সী তাইরিন, বাবা নাজমুল মিয়া ও মা শাহানা বেগম। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল।
তিনি আরও বলেন, এ সময় ঢাকামুখী কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন পুরুষ ও এক শিশু নিহত হয়। পরে জেলা সদর হাসপাতালে আরও একজন মারা যান। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।-ইউএনবি
Related News

নৈশপ্রহরীকে হত্যা করে ৩ কোটি টাকার সোনা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর কবিরহাটের চাপরাশিরহাট পশ্চিম বাজারে ২টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।Read More

ভূমিকম্পে ভয়ে হুড়োহুড়ি, ৭৬ পোশাক শ্রমিক হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে পোশাক কারখানা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কুমিল্লারRead More
Comments are Closed