Main Menu

পঞ্চগড়ে ভুট্রার দাম নেই, কৃষকদের লোকসানের শংকা

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের চলতি মৌসুমে ভুট্রার বাম্পার ফলন হয়েছে। কিন্তু ভুট্রার দাম নেই। কৃষকরা ভুট্রা উৎপাদন করে বাজারে কাঙ্খিত দরে বিক্রি করতে পারছেন না। বর্তমান বাজারে ভুট্রা ৫/৬শ’ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। চলতি মৌসুমের শুরুর দিকে ভুট্রার দাম ছিল ৭শত টাকা হতে ৮শত টাকা মণ।

বর্তমান বাজারে ভুট্রার দাম প্রতি মণে দাম কমেছে ২ হতে ৩ শত টাকা। ভুট্রার দাম কমে যাওয়ায় ব্যবসায়ীরা বলছেন ভুট্রার আবাদ হয়েছে বেশি। আর বেশি আবাদ হওয়ায় ভুট্রার চাহিদা কমে গেছে।

এদিকে কৃষকরা বেশি লাভের আশায় ভুট্রা চাষ করে উৎপাদন খরচ উত্তোলন করতে না পেরে লোকসানের মুখে পড়েছেন। এক বিঘা জমিতে ভুট্রা চাষে কৃষকদের খরচ হয়েছে ১৫ হতে ২০ হাজার টাকা, আর বর্তমান বাজারে ভুট্রা বিক্রি হচ্ছে ১৮ হতে ২০ হাজার টাকা দরে। এখনো পর্যন্ত অনেক ভুট্রা চাষী তাদের উৎপাদিত ভুট্রা বিক্রি করতে পারছেন না।

এ বিষয়ে বোদা পৌরসভার সাতখামার এলাকার ভুট্রাচাষী জালাল উদ্দীন জানান, তিনি ৫ বিঘা জমিতে ভুট্রাচাষ করেছেন, জমি হতে ভুট্রা ছিঁড়ে ঘরে রেখেছেন কিন্তু এখনও ভুট্রা বিক্রি করতে পারেননি। ভুট্রার চাহিদা ও ক্রেতা না থাকায় তিনি ভুট্রা বিক্রি করতে পারছেন না।

বোদা উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভুট্রার চাষ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় ভুট্রার বাম্পার ফলন হয়েছে বলে কৃষি অফিস ও উপজেলার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed