Main Menu

সিসিক নির্বাচন, এ পর্যন্ত মেয়র পদে ৫ জনের মনোনয়ন সংগ্রহ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। সোমবার (৮ মে) বিকেলে সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে তার পক্ষে প্রতিনিধি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এনিয়ে সোমবার পর্যন্ত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোট পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

আনোয়ারুজ্জামান চৌধুরী ছাড়াও দলীয় প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলনের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।

বাকী তিনজনই স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন- মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান ও সামছুন নুর তালুকদার।

এছাড়াও সোমবার পর্যন্ত কাউন্সিলর পদে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে (মহিলা) ৭২ জন ও ৪২টি সাধারণ ওয়ার্ডে ২৪৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সোমবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন।

তফসিল অনুযায়ী, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে। আপিল কর্তৃপক্ষের কাছে আপিল দায়েরের শেষ সময় ২৮ মে। আর আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পত্তির শেষ সময় ৩১ মে। প্রত্যাহারের শেষ সময় ১ জুন, প্রতীক বরাদ্দ ২ জুন ও ভোট ২১ জুন।

Share





Related News

Comments are Closed