সিলেট এয়ারপোর্ট এলাকায় শিশু গৃহকর্মীকে ধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন ছালিয়া গ্রামে গৃহকর্মী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে গৃহকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম আব্দুল হামিদ ওরফে পাটা হামিদ (৫৫)।
সম্প্রতি এ ঘটনা ঘটলেও শিশুটির অবস্থা খারাপ হওয়ায় শনিবার (৬ মে) তা জানাজানি হয়। পরে এদিন রাতেই ওই শিশুটিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
শিশুটির চাচা জানান, গেল রমজান মাসে একই এলাকার বাসিন্দা পাটা হামিদের স্ত্রী তাকে বাড়িতে কাজের জন্য নেন। সেখানে থাকা অবস্থায় হামিদ মেয়েটিকে ধর্ষণ করে। কাউকে না বলতে তাকে ভয়ভীতি দেখানো হয়। ঈদের পর সে বাড়িতে চলে আসে। গত ৬ মে শনিবার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে ঘটনা প্রকাশ্যে আসে।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন সিপন জানান, তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানানো উচিত ছিল। তার পরও ওসিসি থেকে কাগজপত্র নিয়ে এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Related News

ঈদে টানা ১২ দিন তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদে টানা ১২ দিন তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। মঙ্গলবার (২৫Read More

সিলেটে পাথর উত্তোলন বন্ধে ১৬ সরকারি কর্মকর্তাকে বেলার আইনি নোটিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন নদীতে পাথর উত্তোলন হওয়ায় ১৬ জন সরকারি কর্মকর্তাকেRead More
Comments are Closed