তাহিরপুর উপজেলায় প্রদর্শনী প্লটের নমুনা শস্য কর্তন

বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি), বাংলাদেশ এর তত্বাবধানে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)’র আয়োজনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হেড টু হেড প্রদর্শনী প্লটের নমুনা শস্য কর্তন করা হয়েছে।
মঙ্গলবার (২ মে) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ি গ্রামে হেড টু হেড প্রদর্শনী প্লটের নমুনা শস্য কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্লটটিতে মোট ৫ জাতের (ব্রি ধান১০১, ব্রি ধান৯৬, ব্রি ধান৮৮, ব্রি ধান৬৭ এবং ব্রি ধান২৮) ধানের নমুনা কর্তন করা হয়।
নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের উপ পরিচালক ড. মোহাম্মাদ কাজী মজিবুর রহমান, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জের অতিরিক্ত উপ পরিচালক মোঃ শওকত ওসমান মজুমদার, তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, এফআইভিডিবির প্রজেক্ট অফিসার মোঃ সাইফুল ইসলাম। এসময় কৃষক জুবায়ের আহমেদসহ বালিজুড়ি গ্রামের ২০/২৫ কৃষক।
সকলের উপস্থিতিতে কর্তনকৃত ধান মাড়াই করা হয় এবং জাতগুলোর ফলন পাওয়া যায়। ব্রি ধান১০১ =৫.৮০ টন/হেক্টর, ব্রি ধান৯৬ =৭.১১ টন/হেক্টর, ব্রি ধান৮৮ = ৬.০৯ টন/হেক্টর, ব্রি ধান৬৭ =৫.৭০ টন/হেক্টর এবং ব্রি ধান২৮ =৪.৯৪ টন/হেক্টর।
কৃষক জুবায়ের আহমেদ বলেন, ব্রি ধান৯৬ হাওর অঞ্চলের জন্য খুবই উপযোগী একটি জাত। স্বল্প মেয়াদি, রোগ ও পোকামাকড় কম হয়, চিটা কম হয় এবং ফলন বেশি বিধায় আগামী বোরো মৌসুমে বেশি পরিমাণ জমিতে এ জাতের ধান চাষ করবেন।
উল্লেখ্য, অঞ্চল ভিত্তিক আধুনিক উচ্চ ফলনশীল ধানের জাত নির্বাচন ও মাঠ পর্যায়ে আধুনিক জাত সমূহ দ্রæত স¤প্রসারণের লক্ষ্যে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি), বাংলাদেশ এর তত্বাবধানে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)’র সহযোগিতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ি গ্রামে হেড টু হেড প্রদর্শনী স্হাপন করা হয়েছে। এর মাধ্যমে কৃষকরা উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ধান চাষ করতে সক্ষম হয়। এবছর ব্রি ধান৯৬ হাওর অঞ্চলের কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। বিজ্ঞপ্তি
Related News

পঞ্চগড়ে সুপারী বাগান করে লাভবান অনেক কৃষক
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: বাঙ্গালী ঐতিহ্যের সাথে মিশে আছে পান-সুপারী। বিশেষ করে গ্রামাঞ্চলেরRead More

পঞ্চগড়ে মরিচের বাম্পার ফলন, খুশি চাষিরা
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় চলতি মৌসুমে মরিচের বাম্পার ফলনRead More
Comments are Closed