Main Menu

সিলেটে ৩৭০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিমানবন্দর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৭০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলো- বালাগঞ্জ উপজেলার হরিশ্যাম গ্রামের মৃত তেরাব আলীর ছেলে আব্দুর রহমান (৩২) ও জগন্নাথপুর উপজেলার উত্তর দাউরাই গ্রামের ফারুক রশীদের ছেলে মামুনুর রশীদ (৩২)।

সোমবার (১৭ এপ্রিল) এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মা, থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দে এর দিক নির্দেশনায় এসআই মো. ইব্রাহিম সরকার, এসআই গৌতম চন্দ্র দাশ, এএসআই এখলাছুর রহমান, এএসআই সামসুল আলম সঙ্গীয় ফোর্সদের সহায়তায় অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানাধীন লালবাগ রায়হান রেষ্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।

তিনি জানান, উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য আনুমানিক ৩ লক্ষ ৭০ হাজার টাকা। এসময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি কার্গো ট্রাক, (যার রেজিঃ নং-বগুড়া ট-১১-০৯২৬) এবং একটি মোটরসাইকেল (যার রেজিঃ সিলেট ল-১১-৬৩১৮) জব্দ করা হয়।

উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন বলে জানান মোহাম্মদ মঈন উদ্দিন।

 

Share





Related News

Comments are Closed