ওসমানীনগরে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।
সোমবার (১৭ এপ্রিল) বেলা এগারোটার দিকে উপজেলার দয়ামীর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল ওয়াহিদ (৬৫) উপজেলার উছমানপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ছয় সন্তানের জনক।
জানা যায়, সোমবার বেলা এগারোটার দিকে নিজের ফার্মেসিতে যাওয়ার সময় তাকে খাদ্যপণ্য উৎপাদনকারী স্বাদ কোম্পানির একটি পিকআপ ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে কোন শয্যা খালি না থাকায় বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
কর্তব্যরত চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় খাদ্যপণ্য উৎপাদনকারী স্বাদ কোম্পানির পিকআপ ভ্যানটি আটক করে থানায় নিয়েছে ওসমানীনগর থানা পুলিশ।
Related News

সিলেটে তাপমাত্রা ৩৭ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটজুড়ে তাপমাত্রা বাড়ছে। শনিবারের মতো রোববারও (১৩ জুলাই) দিনজুড়ে বৃষ্টির দেখা মেলেনি।Read More

জকিগঞ্জের সাবেক মেয়রসহ ৯ আওয়ামী লীগ নেতা কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেনRead More
Comments are Closed