জাবিতে সমাবর্তন ২৫ ফেব্রুয়ারি

জাবি প্রতিনিধি: আগামী ২৫ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
সোমবার (২৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়,উপর্যুক্ত বিষয় ও সুত্রোস্থ পত্রের পরিপ্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন এর বিষয়ে নিম্নোক্ত অনুশাসন প্রদান করেছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় এ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। এমতাবস্থায়, বর্ণিত অনুশাসনের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক বিশেষ সভায় সমাবর্তন আয়োজনের জন্য অনুমোদন দেওয়া হয়।
Related News

জাবি আর্থ সোসাইটির নতুন সভাপতি আবির সম্পাদক শুভ
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর্থ সোসাইটির ২০২২-২৩ কার্যকরী নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন এ কমিটিতেRead More

উদ্বোধনের আগেই নতুন হলের রুম নিয়েছেন জাবি শিক্ষার্থীরা
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ২১ নম্বর আবাসিক হল উদ্বোধনের আগেই তালা দিয়ে রুম দখলRead More
Comments are Closed