Main Menu

কাপড়ের রং মিশিয়ে গুড় তৈরি, লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় মানবদেহের জন্য ক্ষতিকর কাপড়ের রং মিশিয়ে ভেজাল গুড় তৈরির অভিযোগে একটি গুড় তৈরির কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা শহরের পৈরতলা এলাকায় সাদেক গুড় ও মিষ্টি কারখানায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম। অভিযানে জব্দকৃত ১২০ কেজি গুড় এবং ক্ষতিকারক কেমিকেল ধ্বংস করা হয়।

অভিযান শেষে ফারহান ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে পৈরতলা এলাকার একটি বাড়িতে কারখানা করে অবৈধভাবে ভেজাল গুড় তৈরি হয়ে আসছিল। এর প্রেক্ষিতে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশ ও কাপড়ের রং মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে। এজন্য কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed