Main Menu

নেত্রকোণায় বেঞ্চ, প্রতিবন্ধিদের হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ স্থানীয় সরকার বিভাগের আওতায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পর (ইউজিডিপি) আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যালয়ের বেঞ্চ, প্রতিবন্ধীদের স্কুলে হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় নেত্রকোণা সদর উপজেলা পরিষদ হলরুমে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা সদর উপজেলার নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্পের ইউ ডি এফ ইসরাত জাহান, সদর উপজেলা প্রকৌশলী আল-আমীন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল বাতেন প্রমুখ।

উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্পের ইউডিএফ ইসরাত জাহান বলেন, অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় তিনশত উঁচু নিচু বেঞ্চ, ২৯ টি হুইল চেয়ার ও ২০টি সাদা ছড়ি বিতরণ করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed