Main Menu

দক্ষিণ দত্তরাইল ইয়ূথ সোসাইটির বৃক্ষরোপণ

বৈশাখী নিউজ ডেস্ক: বিলুপ্তপ্রায় ঔষধি গাছ রক্ষার লক্ষ্যে সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে দক্ষিণ দত্তরাইল ইয়ুথ সোসাইটির উদ্যোগে চলমান বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে শতাধিক ঔষধি গাছের চারা লাগানো হয়েছে।

সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গত ১৯ মার্চ দক্ষিণ দত্তরাইলের সালামগা রোডে এই গাছগুলো লাগনো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি বারাকা পতেঙ্গা পাওয়ার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম।

বৃক্ষরোপণ পরবর্তী অনুষ্ঠানে দক্ষিণ দত্তরাইল ইয়ুথ সোসাইটির সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি সাফওয়ান উদ্দিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিশিগান সিটির সাবেক ওয়ার্ড কাউন্সিলর কাজী মকসুদ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, এমসি একাডেমির সহকারী শিক্ষক জাকের আহমদ, হাজী আব্দুস শহীদ আলীম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা বুরহান উদ্দিন, ইটালি প্রবাসী আনোয়ার হোসেন রানা, উপজেলা আওয়ামীলীগ নেতা ফরহাদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রুহুল আমিনসহ সংগঠনের সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed