সিলেটে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানা এলাকার একটি কলোনী থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় স্থানীয় মো. সাইদুর রহমান (৬৫) নামের ব্যক্তির দেয়া তথ্যে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, অজ্ঞাতনামা ওই ব্যক্তি তথ্যদাতার কলোনিতে বসবাস করতেন। তার বয়স (৬০) বছর। ওই ব্যক্তি গত ২০/২৫ দিন যাবৎ কলোনিতে অবস্থান করে ভিক্ষা বৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত ৩ ফেব্রুয়ারি থেকে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল অনুমান সাড়ে ১১ টার মধ্যে যে-কোনো সময়ে জালালাবাদ থানাধীন খালিগাঁওস্থ শাহ-খুরুম ডিগ্রি কলেজের বিপরীতের কলোনিতে মৃত্যুবরণ করেন তিনি।
কলোনি মালিক মো. সাইদুর রহমান জালালাবাদ থানা পুলিশকে মোবাইল ফোনে সংবাদ দিলে এসআই পীযুষ কান্তি দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহসহ আনুসাঙ্গিক অন্যান্য আলামত সংগ্রহ করার জন্য সিআইডি ও পিবিআই সংস্থাকে সংবাদ প্রেরণ করা হয়েছে। বর্তমানে অজ্ঞাতনামা ওই ব্যক্তির (পুরুষ) লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের হিমাগারে রাখা হয়েছে।
Related News
গোলাপগঞ্জে নদীভাঙনে বিলীন শতবর্ষের প্রাচীন মসজিদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রাচীনতম শতবর্ষ পুরনো পাঞ্জেখানা মসজিদটি বিলীন হয়ে গেছে সুরমা নদীরRead More
সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চিনির চালান জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই চিনির চালান জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ডRead More
Comments are Closed