তেঁতুলিয়ার ৭টি ইউপির চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়নে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ জানুয়ারী) বিকেলে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে।
আনুষ্ঠানিকভাব্ তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ পাঠ করান পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম। শপথ গ্রহণ করেন নবনিবার্চিত চেয়ারম্যান, ১নং বাংলাবান্ধা ইউনিয়নের কুদরত ই খুদা মিলন, ২নং তিরনই হাট ইউনিয়নের মোঃ আলমগীর হোসাইন, ৩নং তেঁতুলিয়া সদর ইউনিয়নের মাসুদ করিম সিদ্দীকি, ৪ নং শালবাহান ইউনিয়নের মোঃ আশরাফুল ইসলাম, ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নের তারেক হোসেন, ৬ নং ভজনপুর ইউনিয়নের মোঃ মুসলিম উদ্দীন ও ৭ নং দেবনগর ইউনিয়নের মোঃ ছলেমান আলী।
এছাড়া ৭টি ইউনিয়নের ৬৩ জন সাধারণ সদস্য ও ২১ জন নারী সদস্যকে শপথ পাঠ করান তেঁতুলিয়া উপজেলা নিবার্হী অফিসার সোহাগ চন্দ্র সাহা। শপথ গ্রহণ করেন ৬৩ জন সাধারণ সদস্য ও ২১ জন নারী সদস্য।
তেঁতুলিয়া উপজেলা নিবার্হী অফিসার সোহাগ চন্দ্র সাহা এর সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, তেঁতুলিয়া সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদ করীম সিদ্দীকি প্রমুখ।
এসময় জেলা নিবার্চন কর্মকতার্ মোঃ আলমগীর, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ আবু সায়েম, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া ও ভাইস চেয়ারম্যান মোঃ ইউসুফ আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকতার্রা উপস্থিত ছিলেন।
গত ২০২১ সালের ১১ নভেম্বর তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়নের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয় ৭ ইউনিয়ন পরিষদের নির্বাচন। ইউনিয়ন পরিষদ নিবার্চনে ২টিতে আওয়ামীলীগের নৌকার প্রার্থী, ২টিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও ৩টিতে স্বতস্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
Related News
মায়াবী রূপের ভিনদেশি গ্রেটার ফ্লেমিংগো পাখির দেখা মিলেছে পঞ্চগড়ে
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দেখা মিলেছে মায়াবী রূপের ভিনদেশি গ্রেটার ফ্লেমিংগো পাখিরRead More
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১৬ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১৬ জন বাংলাদেশি নারী-পুরুষRead More
Comments are Closed