Main Menu

রংপুরে ট্রাক চাপায় তিন নারীসহ ৪ শ্রমিক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় তিন নারীসহ চার জন শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাসকে ওভারটেকিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘাতক ট্রাকটি পেছন থেকে একটি রিকশা ভানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ও ২ নারী মারা যান।

তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. অনির্বাণ কুমার রায় সংবাদ মাধ্যমকে জানান, আহত পাঁচজনকে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ভ্যানচালক ছাড়া হতাহতরা সবাই শ্রমিক। একটি পরচুলা তৈরির কারখানায় কাজ শেষে প্রতিদিনের মতো বাড়ি ফিরছিলেন তারা।

Share





Related News

Comments are Closed